ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাহাত উদ্দিনকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সকালে রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তৃতা করেন, সিনিয়র শিক্ষক আবদুল হালিম, প্রাক্তন ছাত্র শাকিব হাসান, অন্তর জালালী, সানী আহমেদ প্রমুখ।