গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আট থানার মধ্যে ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো- কোনাবাড়ী, বাসন, সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও পূবাইল থানা। ৯ আগস্ট জিএমপি কমিশনার মাহবুব আলম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়। তবে আদেশের কপি গতকাল জানাজানি হয়।
জানা গেছে, জিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে আশরাফ উদ্দিন, কোনাবাড়ী থানায় শাহ আলম, টঙ্গী পূর্ব থানায় রাফিউল করিম, সদর থানায় মুস্তাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানায় কামরুজ্জামান, পূবাইল থানায় সাখাওয়াত হোসেন ও বাসন থানায় জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা ইতোমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত বাসন থানার কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি।