জামায়াত ছেড়ে এতদিন বিএনপিতে থাকা এ বি এম মাজেদুর রহমান জুয়েল আবার নিজের ঘরে ফিরেছেন বলে গুঞ্জন চলছে বগুড়া শহরে। বিএনপি করতে গিয়ে ৭৫ মামলা নাশকতা, হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইনে মামলার আসামি হয়ে ফেরারি জীবন কাটাতে হয়েছে তাকে।
জানা যায়, জেলা ছাত্রশিবিরের অন্যতম নেতা ছিলেন মাজেদুর রহমান জুয়েল। নিজ যোগ্যতায় ধাপে ধাপে রাজনৈতিক সাফল্য অর্জন করেন তিনি। উন্নীত হন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি পদে। জুয়েল ২০১৭ সালের পর জামায়াত শিবিরের রাজনীতি বাদ দিয়ে বিএনপির রাজনীতিতে নাম লেখান। ২০১৯ সালে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নির্বাচিত হন। নির্বাচিত হয়ে দলের জন্য বিভিন্ন আন্দোলন ও মামলার পর মামলার কারণে আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে ক্লান্ত জুয়েল সোনাতলা উপজেলায় নিজ গ্রামে ফিরে রাজনীতির পাশাপাশি গ্রামের ঈদগাহের দায়িত্ব গ্রহণ করেন।
এ বি এম মাজেদুর রহমান জুয়েল জানান, গত ৮ আগস্ট বিএনপি থেকে পদত্যাগ করেছি। আগামীতে কী করব সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।