বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া বুলেটে এক চোখ হারিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কলেজ ছাত্র জুবায়ের হাসান জিহাদ। ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে শিক্ষার্থীদের র্যালি বের হয়। রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশের ছোড়া গুলি লাগে তার বাম চোখে। অন্যরা তাকে উদ্ধার শহরের ডা. এম এ মতিন চক্ষু হাসপাতালে নেন। সেখান থেকে পাঠানো হয় ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে। করা হয় দুটি অপারেশন। জুবায়ের কামারখন্দ উপজেলার হায়দারপুরের লুৎফর রহমানের ছেলে। মা হাসি বেগম জানান, জুবায়ের এক চোখে দেখতে পাচ্ছে না। গুলি এখনো ভিতরে রয়ে গেছে। ডাক্তার বলেছেন, আরও তিনটি অপারেশন করলে ভালো হতে পারে। সেই চিকিৎসার জন্য ২ থেকে আড়াই লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? স্বামী মারা গেছে প্রায় ১৫-১৬ বছর। ইউএনও শাহিন সুলতানা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।