নীলফামারীতে স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার, আলিফ সিদ্দিকী প্রান্ত, সাইদুজ্জামান বাবু, সুদীপ দাস, নুসরাত জাহান নদী, ফাহমিদ হোসেন উপস্থিত ছিলেন।