ভূমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতসহ ১৬ দফা দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি ও মানববন্ধন করেছেন আদিবাসী শিক্ষার্থীরা। গতকাল দুপুরে সমতলের আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ আদিবাসীরা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন করেন তারা।