পাবনার সাঁথিয়ায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহিন আলীর ছেলে ইয়ামিন (৪)। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। ইউপি সদস্য ময়েন উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে রোহান ও ইয়ামিন বাড়ির পাশের একটি পুকুরে শাপলা ফুল তুলতে নামে।