বান্দরবান শহরের ম্যাক্সি ছড়া থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের থানচি বাসস্টেশন মারমা শ্বশানের পাশ থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। সদর থানার ওসি আবদুল জলিল জানান, লাশ গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পাঁচ দিন ধরে নিখোঁজ বান্দরবান সদর উপজেলার বসন্ত পাড়ার বাসিন্দা য়ংরে ম্রোর সন্ধান মেলেনি। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, বৃহস্পতিবার বিকালে উদ্ধার গলিত মৃতদেহ থানায় আনার পর য়ংরে ম্রোর স্বজনরা এসে লাশটি তার নয় বলে জানিয়েছেন।