বগুড়ার ধুনট উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর উম্মে হাবিবা (৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল সকাল ৯টার দিকে ধুনট পৌর এলাকার সরকারপাড়া ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা ধুনট উপজেলার চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে। সে ধুনট পূর্ব ভরনশাহী কওমি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে উম্মে হাবিবা তার বড় ভাই জুনায়েদের সঙ্গে পাশের ইছামতি নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবসত নদীর স্র্রোতে ডুবে যায় হাবিবা। পরে সংবাদ পয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। গতকাল সকাল ৯টায় দেড় কিলোমিটার দূরে সরকারপাড়া ইছামতি নদীর কচুরি পানার সঙ্গে শিশুটির লাশ আটককে থাকতে দেখেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত আমরা শত চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। গতকাল দেড় কিলোমিটার দূরে শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।