দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের ছয়জন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানা যায়। বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুর জামান হক, হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুজ্জামান সেলিম, রেজাউল হোসেন ও জয়নাল আবেদিন, ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, সিংগীমারী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবদুল মোত্তালেব।
লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তখন বিদ্যমান পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় ছয়জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।