কালিয়াকৈরের সিনাবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন সিকদার পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিকালে তিনি পদত্যাগ করেন।
সিনাবহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে ক্লাস না করে প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেনের পদত্যাগ দাবি করে। তিনি পদত্যাগ করতে রাজি না হলে বিদ্যালয়ের ভিতর বিক্ষোভ করতে থাকে তারা। একপর্যায়ে শিক্ষার্থীরা পাশে বড়ইবাড়ী-সফিপুর সড়ক অবরোধ করে। বিকালে পদত্যাগ করে বেড়িয়ে যান প্রধান শিক্ষক।
সিনাবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা।