কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী এলটন চাকমা জানান, আসন্ন পূর্ণিমার জোয়ারের পানিতে দ্বীপবাসী যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মেরামত কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, বিলীন হওয়া বেড়িবাঁধ পরিদর্শন করা হয়েছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জরুরিভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর অধীনে জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জোয়ারের পানি ঠেকাতে কাজ চলছে। পূর্ণিমার জোয়ারের সময় সামান্য বাতাস ও পানির চাপ বেশি হলে আলী আকবর ডেইল ইউনিয়নের অধিকাংশ ঘর-বাড়ি বিনষ্ট হওয়ার আশঙ্কায় থাকেন স্থানীয়রা।