বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। গতকাল বিকালে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় আহত সাতজন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোজখবর নেন এবং পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় নেতৃবৃন্দ তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু প্রমুখ।