বগুড়ায় দেয়াল চাপায় আক্কাছ আলী নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল দুপচাঁচিয়া উপজেলার আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে। আক্কাছ ওই গ্রামের জহির উদ্দিন কবিরাজের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, একই গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন আক্কাছ আলী। সে সময় মাটির দেয়াল ভেঙে পড়লে আক্কাছ ও আনোয়ার চাপা পড়েন।
পরে আক্কাছকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আনোয়ার শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।