কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আনন্দ মিছিলে গিয়ে আয়াতুল্লাহ (১৯) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হন। ১১ দিন পর গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের সন্ধান পায় পরিবার। আয়াতুল্লাহ সুনামগঞ্জ জেলার জলুসা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার জামতলা এলাকায় বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে ভান্নারার একটি মাদরাসায় পড়ালেখা করতেন। পাশাপাশি চাকরি করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। পরিবার সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকালে উপজেলার মৌচাক এলাকায় আনন্দ মিছিলে আয়াতুল্লাহ ও তার বড় ভাই সোহাগ মিয়া যোগ দেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর আনসার একাডেমি এলাকায় কিছু লোক জোরপূর্বক একাডেমির ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। একপর্যায়ে আত্মরক্ষার্থে আনসার সদস্যরা গুলি চালান। ওই ঘটনার পর থেকেই আয়াতুল্লাহ নিখোঁজ ছিলেন। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ১৬ আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আয়াতুল্লাহর লাশের সন্ধান মেলে।