বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শৃঙ্খলা কমিটির সুপারিশে গতকাল দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে সিন্ডিকেট কমিটি। অপর এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ছাত্রত্ব বাতিল হওয়া দুজন হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত এবং তানজিদুল হক মঞ্জু। এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফি। জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে শারীরিক নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।