কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ও গতকাল শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন এলাকায় লাশ দুটি পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। গতকাল সকালে ভেসে আসা লাশটির হাত-পা বাঁধা ছিল। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা লাশ ভেসে আসার খবরটি উপজেলা প্রশাসনকে জানায়। সাবরাং ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ভেসে আসা লাম দুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে- দুজনই মিয়ানমারের বাসিন্দা। সেখানে চলমান সংঘাতের তাদের মৃত্যু হতে পারে। লাশ দুটি নাফ নদ হয়ে ভেসে এসেছে।