গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে সোহান মিয়া (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর শুকুর মিয়া এ তথ্য জানান। সোমবার সন্ধ্যার পর আজিজার রহমানের ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহান ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর শুকুর মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নির্মাণাধীন ভবনটির ছাদে একটি পিলারের রডের ওপর শিশুটিকে আটকে থাকতে দেখতে পায় স্থানীয়রা। নিচে শিশুটির শরীর থেকে রক্ত পড়ছিল। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।