বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন এক কলেজছাত্রী। খবর পেয়ে গতকাল কর্মস্থলে পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক বিকাশ চন্দ্র। অনশনের ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার বেরশ গ্রামে। বিকাশ আত্মহত্যা করেছেন ভোলার মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে। তিনি ওই অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
ধামরাইয়ের চৌটাইল গ্রামের মেয়ে ও ইডেন কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে তিন বছর আগে প্রেম হয় বেরশ গ্রামের রামানন্দ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্রের।