বগুড়ায় ৩৫টি বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ম্যানেজিং কমিটির নতুন সভাপতির দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মেজবাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদরাসা, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চবিদ্যালয় এবং ছয় পুকুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং আদর্শ স্কুলে বিয়াম ফাউন্ডেশন বগুড়ার পরিচালক, বগুড়া মহিলা কলেজ এবং নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নেকটার বগুড়ার পরিচালক, হাসনা জাহান ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় এবং কিন্ডারগার্টেন হাইস্কুলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আদর্শ ডিগ্রি কলেজ, বগুড়া পৌর উচ্চবিদ্যালয় এবং তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক, জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ এবং মালতিনগর উচ্চবিদ্যালয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার, উপশহর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় এবং বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে বিয়াম ফাউন্ডেশনে বগুড়ার সহকারী পরিচালক, বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয় এবং ইসলামপুর বালিকা উচ্চবিদ্যালয়ে বগুড়া সেটেলমেন্ট অফিসের চার্জ কর্মকর্তা, ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় এবং বাদুরতলা বালিকা উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বগুড়া কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চবিদ্যালয়, দারুস ইসলাম নৈশ উচ্চবিদ্যালয় এবং প্রি ক্যাডেট হাইস্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাটিডালি স্কুল অ্যান্ড কলেজ, উত্তরণ উচ্চবিদ্যালয়, সুবিল উচ্চবিদ্যালয় এবং উত্তর চেলাপাড়া দাখিল মাদরাসায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া মহিলা আলিম মাদরাসা, বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চবিদ্যালয় এবং জুবিলী ইনস্টিটিউশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফয়জুল্বা উচ্চবিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং বুজরুগ বাড়িয়া বালিকা দাখিল মাদরাসায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুর্শিদা খাতুন সভাপতির দায়িত্ব পালন করবেন।