নওগাঁয় হেরোইন মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার গড়াইপাড়া এলাকার মোস্তাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৮) ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪২)। গতকাল জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে নওগাঁর পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা-ছাতলতলা সড়কের ছাতলতলা ব্রিজ এলাকায় ট্রাক্টরের টুল বক্সে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম হেরোইনসহ ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পত্নীতলায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।