শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের জাকির আকন। আমতলীর পুজাখোলা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। জাকিরের ছেলে রাকিব আকনের দাবি, সৎমা সোনিয়া বেগম ও সোনিয়ার স্বজনরা নির্যাতন চালিয়ে হত্যা করেছে তার বাবাকে। পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে আমতলী থানায়।
জানা যায়, চার বছর আগে জাকির আকন পুজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে সোনিয়া বেগমকে বিয়ে করেন। সোনিয়া তার তৃতীয় স্ত্রী। গত সোমবার জাকির শ্বশুরবাড়ি বেড়াতে যান। জাকিরের ছেলে রাকিব আকন বলেন, আমার বাবা বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে বলে তুই এসে আমাকে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে। এরপর বাবার ফোন বন্ধ পাই। গতকাল সকালে জানতে পারি বাবার লাশ হাসপাতালে। ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জাকির নামে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।