কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির প্রতিবাদে ও তাদের গ্রেপ্তার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়িতে এ কর্মসূচি পালন করা হয়। ফিংড়ি ইউনিয়নের প্রবাসী পরিবার ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মোখলেছুর রহমান প্রমুখ। পুলিশ সুপার মতিউর রহমান বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর। কিশোর গ্যাংয়ের ডেটাবেজ তৈরির কাজ করছে জেলা পুলিশ। দ্রত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
বক্তারা বলেন, ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার আবদুর রাজ্জাকের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং রাসেল বাহিনী এলাকার প্রতিটা প্রবাসীর বাড়িতে চাঁদা দাবি করছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।