কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে চর তেরটেকিয়া মাধুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- চর তেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তাহমিদ (১০)। তারা চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল। নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশুসহ আরও কয়েকজন। খেলা শেষে তিন শিশু শাপলা ফুল তুলতে মাধুয়া ডোবায় নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাহমিদ ও আবদুল্লাহর মৃত্যু হয়।
চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।