ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। তার সহযোগীরা টানা চার দিন বিতরণ করেছেন মুড়ি, চিনি, বিস্কুট, পানি, স্যালাইন এবং মোমবাতি ও গ্যাসলাইটসহ প্রয়োজনীয় শুকনো ও রান্না করা খাবার এবং শিশুদের জন্য প্যাকেট দুধ। মামুন জানান, কয়েকটি প্লাবিত অঞ্চলে ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রান্না করা খাবার দেওয়া হয়েছে ২ হাজার ৩০০ বন্যার্ত মানুষকে।
মামুন বিশ্বাস বলেন, বন্যায় দিশাহারা বানভাসিরা। অনেকে খাবারের অভাবে ভুগছেন। দীর্ঘদিন ধরে ফেসবুক বন্ধুদের সহায়তায় সেবামূলক কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় বন্যাকবলিত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।