রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের বটতলা নামক স্থান থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। তার পরনে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল রঙের ফুল প্যান্ট ছিল। স্থানীয়রা জানান, শনিবার ভোরে কয়েকজন পথচারী বটতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশ দেখতে পান। পরিচয় শনাক্ত করতে না পেরে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পুলিশ সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি বঁটি পাওয়া গেছে। পুলিশ জানায়, নেশা করিয়ে এই স্থানে এনে তাকে হত্যা করা হতে পারে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।