বরগুনার পাথরঘাটায় সড়কের ইট নিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে কাঁঠালতলী ইউনিয়নের সদস্য সওগাতুল আলম ছগির সিকদারের বিরুদ্ধে। তিনি এলাকার দুটি সড়ক থেকে তুলে নেওয়া ইটের খোয়া তৈরি করে পাকা বাড়ি তুলেছেন। সড়ক নির্মাণ না হওয়ায় চরম দুর্দশার মধ্যে যাতায়াত করছেন ওই এলাকার মানুষ। সরেজমিন দেখা যায়, কালিপুর গ্রামের অশ্র“ মাস্টার বাড়ি থেকে চৌকিদার বাড়ি এবং কামারহাট থেকে তালুকদার বাড়ি পর্যন্ত লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এইচবিবিকরণ সড়ক থেকে প্রায় মোট ১২০০ ফুটজুড়ে ইট দিয়ে সড়ক তৈরি করা হয়েছে। ওই সড়কে এর আগের সব ইট তুলে ট্রাকভর্তি করে নিজের বাড়িতে নিয়ে যান সওগাতুল আলম ছগির সিকদার। তার বাড়িতে গিয়ে দেখা গেছে সড়কের কিছু ইট দিয়ে খোয়া তৈরি করেছেন এবং অন্য ইট বাড়ি নির্মাণে ব্যবহার করেছেন। ওই এলাকার দফাদার আবদুর রহমানসহ অনেকেই বলেন, প্রভাবশালী হওয়ায় এবং রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকায় ছগির সিকদারের অপকর্মের প্রতিবাদ করতে কেউ সাহস করেনি। রাস্তার বেহাল দশায় এলাকার মানুষের চলাচল ও জমির ফসল আনা-নেওয়াসহ ইত্যাদি বিঘিœত হচ্ছে। সড়কের ইট নিয়ে মেম্বরের বাড়ি বানানোর তারা বিচার চান।
সাবেক ইউপি সদস্য দেলোয়ার তানভীর লাকী এবং শফিকুল আলম প্রিন্স জানান, ছগির সিক্্দার এই ইট দিয়ে অন্য কোন স্থানে সড়ক নির্মাণ করতে পারতেন। একজন ইউপি সদস্যের এরকম কাজ দেখে আমরা বিব্রতবোধ করছি। এর বিচার হওয়া উচিৎ।