সিলেটের বিশ্বনাথে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে সাজু মিয়া (১৬) নামে এক মাদরাসাছাত্র। সাজু বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের রুসমত আলীর ছেলে ও বিশ্বনাথ মাদানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার সন্ধান চেয়ে বাবা গত বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হয় সাজু। সন্ধ্যা গড়ালে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। সম্ভব্য সবখানে খুঁজেও সজুকে পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বলেন, মাদরাসাছাত্র নিখোঁজের ব্যাপারে তদন্ত চলছে। সন্ধান চেয়ে ইতোমধ্যে থানায় থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা। ছেলেটিকে উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। উল্লেখ্য, জন্মের সময় মাকে হারায় সাজু।