লালমনিরহাটের হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজ (বিএমটি) শাখার শিক্ষক ও কর্মচারীরা চাকরি সরকারিকরণের দাবি জানানো হয়েছে। গতকাল লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক শাহ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কে এম তবারক হোসেন, প্রভাষক সফিকুল ইসলাম, প্রভাষক হাসানুজ্জামান, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক আবু কোরাইশ প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজটি ১৯৪৬ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ১১ এপ্রিল জাতীয়করণ করা হয়। ২০২০ সালের ৪ আগস্ট শিক্ষক কর্মচারীদের চাকরি সরকারিকরণের যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এতে প্রতিষ্ঠানটির ৩৯ জন শিক্ষক কর্মচারীর নামের তালিকা থাকলেও এইচএসসি শাখার দশজন শিক্ষকের নাম ছিল না।
হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠানপ্রধান রেজাউল করিম প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমি ২০১১ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করি। এর আগের তৎকালীন প্রতিষ্ঠানপ্রধান এ সংক্রান্ত বিষয়ে কি ধরনের কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করেন, সেটা আমার জানা নেই।’