পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষা এবং বজ্রপাত রোধে ১৬ হাজার তাল বীজ বপন করা হয়েছে। গতকাল কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের উদ্যোগে এসব তালের বীজ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দুই পাশে রোপণ করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।