চট্টগ্রামের রাউজান পৌরসভার ফরেস্ট অফিস সংলগ্ন পরিত্যক্ত কক্ষ থেকে ইউসুফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ইউসূফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির শামসু মিয়ার ছেলে। পুলিশ জানায়, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।