ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা বিএনপি। এ সময় শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নেতারা। জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে গতকাল দুপুরে বিএনপির আয়োজনে এই সভা হয়।
প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাইন্ড সেটাপ চেঞ্জ করতে হবে। নিজেকে সৎ রেখে কাজ করতে হবে। আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে হেনস্তা ও পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিএনপি শিক্ষকদের পাশে রয়েছে। কোথাও শিক্ষকদের হেনস্তা করা হলে আপনারা খবর দেবেন। আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিক্ষকদের অপমান করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।