ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আনুমানিক ২৭ ভরি স্বর্ণ, দেড় শ ভরি রূপাসহ নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে দাবি দোকান মালিকের। দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বাজারে গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। দোকান মালিক শাহিন মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) শরজিদ কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত চলছে। শাহিন মিয়া জানান, শনিবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। গভীর রাতে পাশের গো-ভুসির দোকানের শার্টারের তালা ভেঙে ভিতরে ঢোকে চোর। তার পর শার্টার লাগিয়ে ভিতরে বসে স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে ঢুকে সিন্ধুকে থাকা নগদ টাকা, স্বর্ণ ও রূপা নিয়ে যায়।