হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় পৈতৃক বসতভিটা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নওশাদ মিয়া (৪০)। তিনি দোয়াখানীর কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই জুনেদ মিয়া (২৫) পলাতক রয়েছেন। ওসি আমিনুল ইসলাম বলেন, নওশাদের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।