নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নাটোর স্টেশন এলাকার স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়। এ উপলক্ষে ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মারুফত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার নেলী।
স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘ নাটোর জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুস্ময় দাস তনয়।
বক্তারা বলেন, গাছ আমাদের জন্য একটি অতি প্রয়োজনীয় বস্তু। বন উজাড় করার কারণে দেশে ভয়াবহ বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গাছ যেমন অক্সিজেন দেয়, ছায়া দেয় অন্যদিকে ফল দেওয়ার মাধ্যমে আমাদের অর্থনৈতিক জীবিকার পথ সুগম করে। গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃক্ষ চারা রোপণ করেন।