কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- এনায়েত উল্লাহ (২৪) ও জাহাঙ্গীর আলম (১৭)। গতকাল তাড়াইল ও অষ্টগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তাড়াইল উপজেলার কাজলা মধ্যপাড়া বগারবাইদ গ্রামের এনায়েত উল্লাহ ও লিটন মিয়া (৪২) নৌকায় কাওড়া বিলে মাছ ধরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে দুজনই আক্রান্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন।এ ছাড়া অষ্টগ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন।
তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের আরজুদ আলীর ছেলে। সকালে জাহাঙ্গীরের ভগ্নিপতি হারিছ মিয়ার সঙ্গে নৌকায় বাহাদুরপুর হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর নৌকা থেকে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।