ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে জিনের বাদশাহ নামধারী তিন প্রতারককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম, আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে সোনাসদৃশ একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশাহ সেজে গভীর রাতে আটকরা মোবাইলে ফোন করেন। জিনের বাদশাহ পরিচয় দিয়ে নানা কথা বলেন। তাদের ফাঁদে পড়ে বিথী ২০ হাজার টাকা নগদের মাধ্যমে পাঠান। এরপর চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথীকে সোনাসদৃশ ওই নকল মূর্তি দিতে আসেন। এ সময় প্রতারক তিনজনকে ডিবি পুলিশ হাতেনাতে আটক হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।