নীলফামারীর সৈয়দপুর তিন মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে শহরের নিমবাগান এলাকাবাসী তাদের আটক করে। এ সময় তাদের মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা হলো শহরের নিমবাগান এলাকার আসাদ (৩০) ও তার ভাই ইরফান আলী (২৫), রিফাত হোসেন (১৯) ও কুড়িগ্রামের নূল আলম।
সৈয়দপুর থানার ওসি আকতার হোসেন জানান, গতকাল তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গতকাল ভোর রাতে ফুলবাড়ী ইউনিয়ন থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নুর আলম (৪৫) নামে এক কারবারিকে গ্রেফতার করে। মামলা দায়েরের পর গতকাল তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।