নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে সাদ্দাম বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাদ্দাম বেগম পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। এলাকাবাসী জানায়, সাদ্দাম বেগম তার শ্বশুরবাড়ি গোপালদী থেকে পিত্রালয়ে বেড়াতে আসেন। ওসি আহসান উল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। পথে সাহেববাজার এলাকায় বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানায় সেখানেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
প্রসঙ্গত, সাঁকোটির স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।