টানা পাঁচ দিন পর আবারও চালু হয়েছে রাঙামাটি ও বান্দরবানের সংযোগ ফেরি। গতকাল কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা ঘাট থেকে চালু করা হয় এ ফেরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল। তার ওপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট দিয়ে আসা পানির স্রোত। কর্ণফুলী নদী পারাপারে দেখা দেয় মারাত্মক হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় রাঙামাটি কাপ্তাই-চন্দ্রঘোনা ও রাজস্থলী বান্দরবানের সড়ক সংযোগ। বিচ্ছিন্ন হয়ে যায় রাঙামাটির সঙ্গে রাজস্থলী ও বান্দরবান। ভোগান্তি বাড়ে স্থানীয়সহ পর্যটকদের। তার চেয়ে বেশি বিপাকে পড়ে কৃষকরা। টানা ৫দিন স্থবির ছিল রাজস্থলীর বাঙ্গালহালীয়া ইউনিয়নের হাটবাজার। রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খোলার কারণে নদীতে স্র্রোত বেড়ে যায়। মানুষের জানমাল রক্ষার্থে ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীতে ফেরি চালাচলের ওপর সর্তকর্তামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৫দিন রাঙামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন নদী শান্ত এবং স্বাভাবিক থাকায় আবারও চালু করা হয়েছে ফেরি চলাচল।