বাংলাদেশ প্রতিদিনে শুক্রবার ‘১৫ কোটি টাকার কাজ হাতানোর চাতুরী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রকাশিত খবর সত্য নয়। বিগত ৫ বছরের মধ্যে রেট কোনো পরিবর্তন হয়নি। রেট সবার জানা। এ বিষয়ে অফিস কোনো সহযোগিতা করেনি। সরকারের নিয়ম অনুযায়ী দরপত্র মূল্যায়ন সম্পন্ন করা হয়। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।