গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে কাকুলী বেগম নামে আরেক নারী আহত হয়েছেন। গতকাল উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতি বেগম উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়ার সোহরাব মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, টেলিভিশনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জান্নাতি বেগম।