পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। এর আগে তাদের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তব্য দেন- ভুক্তভোগী আবদুল হামিদ, আবু তাহের, সায়েদা বেগম, আমেনা বেগম ও সালমা আক্তার। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।