ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন বাতিল এবং দেশে সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হয়ে একাত্ম প্রকাশ করেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে গতকাল এ মানববন্ধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আল-মামুন সাগরসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা। মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যা দিয়ে দ্রুত বাতিল ও সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।