চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তাদের কাছ থেকে একটি এয়ারগান, একটি রামদা ও একটি ছোরা জব্দ করা হয়। আটকরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও এলাকার মাহামুদুল করিম মুকিত (২০), সন্দ্বীপের ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়ার খায়রুল ইসলাম (২২)।
ওসি আরিফুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।