খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরিফিন এ তথ্য নিশ্চিত করেন।
২০২২ সালের ২২ অক্টোবর খুলনার ডাকবাংলা মোড়ে সমাবেশে যোগ দিতে আসার পথে দিঘলিয়ার চন্দনীমহলে হামলায় আহত হন বিএনপি নেতা জিকো। ২৪ নভেম্বর ফুলতলা পায়গ্রাম কসবায় ফার্মেসিতে ডাক্তার দেখাতে গেলে আবারও তাকে মারধর করা হয়। এতে নিহত হন তিনি। এ ঘটনায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে গত ২৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনসহ ৮৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।