বকেয়া বেতনের দাবিতে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ আত্মগোপনে চলে যান। মাইজদী-চৌমুহনী আঞ্চলিক সড়কের গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের সামনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। একাধিক শ্রমিক অভিযোগ করেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেড এ শ্রমিকদের বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাই করে। ছাঁটাইকৃত কর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার পরও তারা বকেয়া বেতন দিতে গড়িমসি করে। এর জেরে গতকাল সকালে কারখানা কর্মকর্তাদের সঙ্গে বেতন আদায়ের বিষয়ে কথা বলতে যান ২০০-২২০ জন শ্রমিক। তখন কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা না বলে কারখানার প্রধান ফটক লাগিয়ে দেয়। এতে আন্দোলনকারী শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে চৌরাস্তা-সোনাপুর মহাসড়কের দুই পাশে গ্লোব ফ্যাক্টরির সামনে অবস্থান নেন। গ্লোব ফ্যাক্টরির সামনে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন থেকে শ্রমিকদের বেতন না দিয়ে অনিয়মের মাধ্যমে কারখানা পরিচালনা করছে। এ ছাড়া সাবেক এ এমপির বিরুদ্ধে সরকারি জায়গা দখল, মসজিদের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে অনেকে জানান। অভিযোগের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে সমস্যা সমাধানে কারখানার ভিতরে অফিস কক্ষে আলোচনায় বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় নভেম্বর মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করে দেবে মালিকপক্ষ।
শিরোনাম
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল
- টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়