কুষ্টিয়ার কয়া গড়াই নদীর ওপর রেল ব্রিজে ঝুলছিল এক ব্যক্তির লাশ। রেলওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, গতকাল সকালে একজন সাংবাদিক খবর দেন, গড়াই রেলসেতুতে একটি লাশ ঝুলে আছে। খবর পেয়ে সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।