গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ৬ আগস্ট পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর ও শ্রীপুর : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামাল হোসেন (৪৬) নামে এক আসামিকে সোমবার শ্রীপুরের টেংরা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বাড়ি গাজীপুরের কাওরাইদ গ্রামে। তিনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ : যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. হারুন (৪০) নামে একজনকে গতকাল নারায়ণগঞ্জের কদমতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল র্যাব-১ ও র্যাব-১১-এর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।