অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নেয়। সেখানে বেলা সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা জানান, অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইবিতে এখনো উপাচার্য দেওয়া হয়নি। এতে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।